• ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে প্রেমে ব্যর্থ যুবকের ফেসবুক লাইভে আত্মহনন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২২
হবিগঞ্জে প্রেমে ব্যর্থ যুবকের ফেসবুক লাইভে আত্মহনন

হবিগঞ্জ সংবাদদাতা::
প্রেমে ব্যর্থ হয়ে ফেসবুক লাইভে এসে অন্তর দাস নামে এক যুবক গলায় রশি দিয়ে আত্মহনন করেছে। মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার বেলঘর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অন্তর দাস ওই গ্রামের অঞ্জন দাসের ছেলে।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে অন্তর দাস তার শয়ন কক্ষে তার ব্যবহৃত মোবাইল ফোন সুবিধাজনক স্থানে রেখে ফেসবুকে ভিডিও লাইভ ছেড়ে দড়ি দিয়ে নিজেই নিজের গলায় ফাঁস লাগিয়ে করে। ফেসবুক মেসেঞ্জারে কথোপকথন দেখে ধারণা করা হচ্ছে- প্রেমে ব্যর্থ হয়ে অন্তর দাস লাইভে এসে আত্মহত্যা করেছে।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।