• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুচাইয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২২
কুচাইয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক::
সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানা এলাকার কুচাইয়ে প্রতিপক্ষের হামলায় সাহাব উদ্দিন (৪৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় এ পর্যন্ত ৫জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এই ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দিন স্থানীয় আব্দুল হামিদ (আখল মিয়া) এর পুত্র।

জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে তাদের সৎ ভাইদের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে গাছ কাটতে গেলে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে সাহাব উদ্দিন গুরুতর আহত হলে পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মারামারিতে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় ৫জন পুলিশের হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।