• ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শিগগিরই মুক্তি পাচ্ছে সিলেটী নাটক ‘বউ কন্ট্রোল’

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২২
শিগগিরই মুক্তি পাচ্ছে সিলেটী নাটক ‘বউ কন্ট্রোল’

বিনোদন ডেস্ক::
সিলেটের জনপ্রিয় অভিনেতাদের নিয়ে নির্মিত সিলেটী নাটক ‘বউ কন্ট্রোল’ শিগগিরই মুক্তি পাচ্ছে। জনপ্রিয় নাট্য নির্মাতা কামাল আহমদ দুর্জয়ের পরিচালনায় ও জনপ্রিয় স্ক্রিপ রাইটার কবির খাঁনের রচিত নাটকে অভিনয় করেছেন সিলেটের ৯ জন অভিনেতা ও অভিনেত্রী। নাটকটির প্রযোজনা করেছেন লন্ডন প্রবাসী আজমল আলী ও সহকারী প্রযোজক আব্দুল আলী। দর্শক নাটকটি দেখতে পারবেন বেঙ্গল ইন্টারটেইনমেন্ট সিলেট ইউটিউব চ্যানেলে।

নাটকটিতে অভিনয় করেছেন সিলেটের মঞ্চ অভিনেতা আফজাল হোসেন, এম এস সুমন, কামাল আহমদ দুর্জয়, প্রিয়াংকা বিশ্বাস, নয়ন, মামুন আহমদ আকাশ, পান্ডব, ফারিয়া। চিত্রগ্রহণে ছিলেন আহমেদ সুজন, রূপসজ্জায় সাবুল, আলোক সজ্জায় পান্ডপ।

নির্মাতা কামাল আহমদ দুর্জয় বলেন, বর্তমান সমাজের প্রেক্ষাপটে নাটকটি নির্মিত হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধন, বিশ্বাস ও ভালাবাসা একটি পরিবার রক্ষায় কতটুকু দরকার তার প্রয়োজনীয়তা গল্পটিতে ফুটে উঠেছে।