• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

খুন-খারাবিতে হঠাৎ অস্থির সিলেট

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২২
খুন-খারাবিতে হঠাৎ অস্থির সিলেট

একুশেনিউজ ডেস্ক::
সিলেট বিভাগজুড়ে হঠাৎ করে খুন-খারাবি আর লৌমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা বেড়ে গেছে।

একদিনের ব্যবধানে সিলেট, সুনামগঞ্জে ও হবিগঞ্জে পৃথক পৃথক হত্যার ঘটনা ঘটেছে ৩টি এবং দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে দুইজন নারী ও শিশু রয়েছেন।

সর্বশেষ সিলেটের গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে তারিক আহমদ (২৬) নামের এক যুবক খুন হয়েছেন।

তিনি উপজেলার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের রনকেলী নয়াগ্রাম এলাকার তখলিছ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফুটবলে খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় এক পক্ষের ছুরিকাঘাতে তারিক আহমদ নামের এক যুবক হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আহত সুফিয়ান (২০) ও পারভেজ আহমদকে (২১) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই দিনে সকালে দক্ষিণ সুরমার কুচাই গ্রামের পূর্বপাড়ায় গাছ কাটার জের ধরে শাহাব উদ্দিন সাবুল নামের এক সিএনজি অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

খুন হওয়া ব্যক্তি শাহাবুদ্দিন আহমদ সাবুল (৪৫) ওই এলাকার মৃত আব্দুল হামিদ আখন মিয়ার ছেলে।

এর আগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের জগন্নাথপুরের অভি মেডিক্যাল ফার্মেসি থেকে শাহনাজ পারভীনের (৩৪) খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদি আরব প্রবাসী ছরুক মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহতের ভাই জিতেশকে আসামি করে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা করেন।

একইদিনে ছাতকে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন মিজান খাঁ (২৫) নামের এক যুবলীগ নেতা।তিনি নোয়ারাই ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি গ্রাম সংলগ্ন লাফার্জ-হোলসিম কলোনির সামনের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ

এদিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর থেকে আছমা আক্তার নামের এক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বনের লেবুবাগানের কাছ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

অপরদিকে সিলেটের জৈন্তাপুরের সারী নদী থেকে সোহান আহমদ (১০) নামের এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে লালাখাল সারী নদী থেকে তার লাশ উদ্ধার করে ফায়র সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ শিশু লালা গ্রামের নাসির উদ্দিনের ছেলে সোহান আহমদ ৷

এর আগে বুধবার গোয়াইনঘাটে নিখোঁজের চারদিন পর নাজিম উদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ ডাউকি নদী থেকে উদ্ধার করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।তবে, রাত সাড়ে ৯টা পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়নি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশ ওই ফার্মেসির সিলিং থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে নাসিরনগর থানা পুলিশ।মামলা নেওয়া হচ্ছে।