• ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট প্রতিদিনের শ্রদ্ধাঞ্জলি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২২
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট প্রতিদিনের শ্রদ্ধাঞ্জলি

একুশেনিউজ ডেস্ক::
বাঙালির জাতির কাছে আজ একটি গৌরবের দিন। আজ যে ভাষায় বাঙালিরা কথা বলছে, সেই ভাষা দিবস। পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। অমর একুশে ফেব্রুয়ারি ও মহান ভাষা শহীদ দিবস উপলক্ষে তাই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে উপস্থিত হয়েছেন হাজারো মানুষ।

রোববার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করে সিলেটপ্রতিদিন২৪.কম।

এসময় উপস্থিত ছিলেন সিলেট প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সাজলু লস্কর, বার্তা সম্পাদক এনামুল কবীর, প্রধান প্রতিবেদক এম. শামীম আহমেদ, প্রধান আলোকচিত্রী আজমল আলী, স্টাফ রিপোর্টার মশাহিদ আলী, মাসুদ আহমদ রনি, স্টাফ ফটোসাংবাদিক রেজা রুবেল প্রমুখ।