স্টাফ রিপোর্ট::
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে কানায় কানায় পূর্ণ হয়েছে। রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক, সাংবাদিকসহ সকল পেশাজীবীর মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
বাঙালির জাতির কাছে আজ একটি গৌরবের দিন। আজ যে ভাষায় বাঙালিরা কথা বলছে, সেই ভাষা দিবস। পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। অমর একুশে ফেব্রুয়ারি ও মহান ভাষা শহীদ দিবস উপলক্ষে তাই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে উপস্থিত হয়েছেন হাজারো মানুষ।
রোববার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এর আগেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শহীদ মিনার চত্বর ছাড়িয়ে চৌহাট্টাস্থ সড়কে মানুষের ঢল নামে। নগরীর জিন্দাবাজারে পুলিশ চেকপোষ্ট বসায়। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি র্যাব, সাদা পোশাকে পুলিশ ও পুলিশের স্পেশাল ফোর্স দায়িত্বরত ছিলেন।
রাত ১২টা ১ মিনিটে মুক্তিযোদ্ধা সংসদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সিলেটে শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়। নতুন ক্রম অনুসারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি অব পুলিশ সিলেট রেঞ্জ, জেলা প্রশাসন, সিলেট মহানগর পুলিশ, ডিআইজি প্রিজন, জেলা পরিষদ, জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিলেট প্রেসক্লাব, সিলেট প্রতিদিন, জেলা ও মহানগর বিএনপি, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সরকারি অফিস, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এ খবর লেখা পর্যন্ত দুপুর সোয়া ১২টায়ও শহীদ মিনারে ছিল হাজার মানুষের ঢল।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302