• ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা রজব, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২২
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল

একুশেনিউজ ডেস্ক::
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির কাউন্সিলে বিপুল ভোটের ব্যবধানে সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল ইবনে রাজা।

গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে ভোটাধিকার প্রয়োগ করা হয়। কাউন্সিলে ৫০টি ভোটের মধ্যে ২৬ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আরো ৪ জন।

কাউন্সিলের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন শাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতিঃ আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ, যুগ্ম-সম্পাদক বজলুর রহমান ফয়েজ।