• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

রায়হানের পর উজির: আবারও অভিযোগের তীর পুলিশের দিকে

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২২
রায়হানের পর উজির: আবারও অভিযোগের তীর পুলিশের দিকে

এনামুল কবীর::

সিলেটে আবারও হত্যাকান্ডের সাথে নাম জড়িয়ে গেলো পুলিশের। বছরখানেক আগে সিলেট শহরতলীর আখালিয়ার যুবক রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতনে মৃত্যুর ঘটনার স্মৃতি এখনো জ্বলজ্বলে সিলেটবাসীর মনে। এ অবস্থায় সোমবার সিলেট বিভাগেরই সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশী নির্যাতনে এক ব্যাক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

তার নাম উজির মিয়া (৪৫)। তিনি পশ্চিম পাগলা ইউনিয়নের বাঘেরকোনা গ্রামের অধিবাসী। জানা গেছে, ১০/১২ দিন আগে উপজেলার দরগাপাশা এলাকা থেকে একটি গরু চুরি হয়েছিল। ৯ ফেব্রুয়ারি রাতে উজির মিয়াকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশ। শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) দেবাশীষ, এসআই প্লাটন কুমার সিংহ ও আক্তারুজ্জামান তাকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যান।

তার স্বজনদের অভিযোগ, থানায় নিয়ে তাকে মারধর করা হয়। পরদিন আদালত তার জামিন মঞ্জুর করেন। গুরুতর আহত অবস্থায় উজির মিয়াকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু তার অবস্থার কোন উন্নতি হচ্ছিলনা। আরও অবনতি হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

এ খবর ছড়িয়ে পড়লে উজির মিয়ার স্বজন ও এলাকাবাসীর মনে ক্ষোভের আগুন জ্বলে উঠে। সোমবার সকালে তারা সিলেট সুনামগঞ্জ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। এসময় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি সেদিকে যাচ্ছিলেন। তখন জনতা বিক্ষোভ প্রদর্শণ শুরু করেন। এ সময় তার গাড়িটি লাশের পা চাপা দিলে জনগন বিক্ষোভে ফেটে পড়েন।

তারা দুপুর ২টা থেকে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। তাদের সঙ্গে ছিলেন হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ। এসময় সিলেট- সুনামগঞ্জ সড়কে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। দীর্ঘ তিন ঘন্টার অচলাবস্থার অবসান হয় বিকেল ৫টার দিকে সুনামগঞ্জের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপে। তবে অবরোধের রেশ ছিল রাত সাড়ে ৯টা পর্যন্ত। আপাতত অবরোধ প্রত্যাহার হলেও ঘটনার সুষ্ঠ বিচার দাবিতে যখন তখন আরও কঠোর আন্দোলন শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের সাথে আলাপকালে ধারণা পাওয়া গেছে।

উজির মিয়ার ছোট ভাই গোলাম সারোয়ার মাসুমের অভিযোগ, পুলিশের মারধরেই তার ভাই মৃত্যুবরণ করেছেন। আক্ষেপ করে তিনি বলেন, একটা রাতও আমার ভাই ঘুমায়নি। যন্ত্রনায় ছটফট করতে করতে কেবল চিৎকার চেঁচামেচি করেছে। অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হয়েছে আমাদের পরিবারের সদস্যদের। আমরা দেশের কাছে এর ন্যায় বিচার চাই।

বিষয়টি নিয়ে আলাপকালে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, উজির মিয়া গত ১০ দিন ধরে তাদের হেফাজতে নয়। তার পক্ষ থেকে কোন অভিযোগও করা হয়নি।

তিনি আরো জানিয়েছেন, পোস্টমর্টেম রিপোর্টের ভিত্তিতে তারা পরবর্তী আইনী পদক্ষেপ নিবেন।

এদিকে মানববন্ধন চলাকালে লাশের উপর দিয়ে গাড়ি চালানো প্রসঙ্গে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার আলিম বলেন, ইচ্ছে করে কেউ লাশের উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে পারেনা। তবে ঘটনার সাথে যে-ই জড়িত থাকুক, ইচ্ছেকৃত হলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।’ তবে এ অভিযোগ অস্বীকার করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান।

সিলেটের আখালিয়ায় রায়হান হত্যাকান্ড নিয়ে অনেক কিছু ঘটেছে। আন্দোলন সংগ্রাম দেখেছেন সিলেটবাসী। সেই স্মৃতি তাদের মনে জ্বলন্ত থাকতে থাকতেই আবার সুনামগঞ্জে উজির মিয়া পুলিশী নির্যাতনে নিহতের অভিযোগটি নিয়ে মানুষ প্রতিবাদমুখর। আবারও কঠোর আন্দোলন সংগ্রামের ইঙ্গিতই দিচ্ছেন সংশ্লিষ্ট মহল।