স্পোর্টস ডেস্ক::
দলীয় ৪৫ রানের মধ্যে দলের শীর্ষ ছয় ব্যাটারের উইকেট হারিয়ে ঘোর শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। অনেকেই হয়তো ভেবেছিলেন আফগানিস্তানের জয়টা সময়ের ব্যাপার। বাংলাদেশের জন্য জয় অসম্ভবই দেখাচ্ছিল। কিন্তু আরো একবার প্রমাণ হলো- ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। অসাধারণ এক জুটি গড়ে অসম্ভবকে সম্ভব করলেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে রেকর্ডগড়া জুটি উপহার দিলেন বাংলাদেশের দুই তরুণ ব্যাটার।
এতে দারুণ এক জয় দিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ। বুধবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে চার উইকেটে জয় কুড়ায় টাইগাররা। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটি গড়েন মিরাজ-আফিফ। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সপ্তম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি এটি।
শীর্ষ রেকর্ডটি খুব দূরে ছিল না। তালিকার শীর্ষে জস বাটলার-আদিল রশিদের ১৭৭। বার্মিংহামে ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এ রেকর্ড গড়েন দুই ইংলিশ ব্যাটার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং গিয়ে ৪৯.১ ওভারে ২১৫ রানে অলআউট হয় আফগানরা। জবাবে ৭ বল বাকি রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। আফিফ ৯৩ ও মিরাজ অপরাজিত থাকেন ৮১ রানে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302