
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল করিম এর মালিকানাধিন নোহা গাড়িতে শরিফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিতু মিয়া ও তার লোকজন অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় গাড়ির মালিক আব্দুল করিম এর পুত্র আব্দুর রহমান অগ্নিসংযোগের বিষয়টি দেখতে পেয়ে বাধা দিলে তার উপর হামলা চালায় জিতু মিয়ার লোকজন। এতে তাদের সাথে আব্দুর রহমান এর সংঘর্ষ বাধে। সংঘর্ষে আব্দুর রহমান গুরুতর আহত হয়।
২২ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুর গ্রামে আব্দুল করিমের বাড়ির সম্মুখের রাস্তায় এই ঘটনাটি ঘটে।
জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে আব্দুল করিমের বাড়ির সম্মুখের রাস্তায় তার মালিকানাধিন একটি প্রাইভেট নোহা গাড়ি রাখা ছিল। এই সময় জিতু মিয়ার নির্দেশে তার সহযোগী ৪/৫ জন লোক গাড়িটিতে অগ্নিসংযোগের চেষ্টা করে। এই অবস্থায় আব্দুল করিমের পুত্র আব্দুর রহমান বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এসে বাধা দেন। এতে জিতু মিয়ার লোকজন তার উপর হামলা চালালে দুই পক্ষে সংঘর্ষ বাধে। সংঘর্ষে জিতু মিয়ার লোকজন আব্দুর রহমান কে বেদড়ক মারধর করেন। একপর্যায় তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সংঘর্ষে আব্দুর রহমান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, বিএনপি নেতা আব্দুল করিম এর সাথে দীর্ঘদিন থেকে রাজনৈতিক বিরোধ চলছে আওয়ামী লীগ নেতা জিতু মিয়ার। তারা দুজনেই একই গ্রামের পাশাপাশি বাড়ির অধিবাসী। রাজনৈতিক পূর্ব বিরোধের পাশাপাশি সম্প্রতি জমিজমা নিয়ে তাদের মধ্যে নতুন বিরোধ দেখা দিয়েছে। এই সকল বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়দের অভিমত।