• ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মাধবপুরে গৃহবধুকে শারিরিক নির্যাতনের অভিযোগ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২২
মাধবপুরে গৃহবধুকে শারিরিক নির্যাতনের অভিযোগ

মাধবপুর প্রতিনিধি:;
হবিগঞ্জের মাধবপুরে শশুর, শাশুড়ী, দেবর, ননদ মিলে রত্না বেগম নামে এক গৃহবধুকে শারিরীক নির্যাতন করেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী নির্যাতন প্রতিরোধ ওয়ান-স্টপ ক্রাইসিস সেল আধুনিক জেলা সদও হাসপাতালে চিকিৎসা শেষে সোমবার বিকেলে মাধবপুর থানায় ভিকটিম রত্না বেগম লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে রত্না বেগম উল্লেখ করেন, গত ২৩ ফেব্রুয়ারি শাশুড়ী শাহেনা, দেবর জুমন, দেবর জুয়েল, শ্বশুর আমির হোসেন, ননদ রনু বেগম তাকে মারাত্মক ভাবে পিটিয়ে শারিরীক নির্যাতন করে। তাকে আহত অবস্থায় মাধবপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। ওয়ান-স্টপ ক্রাইসিস সেল আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা শেষে সোমবার বিকেলে মাধবপুর থানায় নির্যানকারীদের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন।

রত্না বেগম জানান, তার তার বাবার বাড়ির লোকজন খুবই সহজ সরল। স্বামীও তাকে রক্ষা করতে পারছেনা। দীর্ঘদিন ধরেই তার ওপর শাররীক নির্যাতন চলে আসছে। এখন দুটি অবুঝ শিশু নিয়ে অসহায় অবস্থার মধ্যে রয়েছি।

মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই আব্দুল কাদেও জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টি বিটের এস আই সামসুল আরেফিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।