• ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

আনন্দ শোভাযাত্রায় সিলেটে স্বাধীনতার মাস বরণ

admin
প্রকাশিত মার্চ ১, ২০২২
আনন্দ শোভাযাত্রায় সিলেটে স্বাধীনতার মাস বরণ

সিলেটে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে মহান স্বাধীনতার মাস মার্চকে বরণ করে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১মার্চ) সকালে স্বাধীনতার মাসকে স্বাগত জানিয়ে সিলেটের জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বর্ণাঢ্য এ আনন্দ শোভাযাত্রা শুরু করা হয়।

শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো.মজিবর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল-আজাদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানসহ বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন কার্যালয়ের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।