হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরস্থ তিনকোনা পুকুরপাড়ে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। গত ০৩ মার্চ ২০২২ সালে বিকালে বিক্ষোভ মিছিলটি শুরু করে হবিগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বানিয়াচং উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা জেলা ছাত্রদলের মিছিলে অংশগ্রহনের জন্য হবিগঞ্জের চৌধুরীবাজারস্থ পৌঁছা মাত্রই পূর্বের শত্রুতার জের ধরে আগ থেকে উৎপেতে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীরা বানিয়াচং উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের উপর নেতাকর্মীর উপর অতর্কিত হামলা চালায়। এতে ছাত্রদলের বানিয়াচং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ তুলি আক্তার সহ ছাত্রদলের ৪ নেতাকর্মী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত শাহ তুলি আক্তারকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
হামলায় আহতরা হলেন, বানিয়াচং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ তুলি আক্তার, দেলোয়ার হোসেন, নুর উদ্দিন সাগর, সদস্য জিল্লুর রহমান।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ০৩ মার্চ হবিগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল শুরুর আগে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় বানিয়াচং উপজেলা ছাত্রদলের ৪ জন নেতাকর্মী আহত হয়।
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমদ চৌধুরী বলেন, আমরা আমাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করি, মিছিলের অংশগ্রহনের পূর্বে চৌধুরীবাজারস্থ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের বানিয়াচং উপজেলা ছাত্রদলের নেতাকর্মীর উপর হামলা করে এতে ৪ জন নেতাকর্মী আহত হয়। আমরা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগযোগ করা হলে তিনি জানান, ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খরর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302