• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার নবনির্বাচিত কমিটিকে আশফাক আহমদের অভিনন্দন

admin
প্রকাশিত মার্চ ৬, ২০২২
ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার নবনির্বাচিত কমিটিকে আশফাক আহমদের অভিনন্দন

একুশেনিউজ ডেস্ক::
সিলেট সদর উপজেলার সরকারি রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সামাজিক সংগঠন ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ।

রবিবার (৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান ও সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাসিত সহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

তিনি বলেন, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা শুরু থেকে জনকল্যাণে কাজ করে আসছে। নানা প্রতিকূলতা উপেক্ষা করে এখনও মানুষের কল্যাণে কাজ করায় সংস্থার সবাইকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তাদের সকল উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।