একুশেনিউজ ডেস্ক::
বিদেশ যাওয়ার জন্য হেপাটাইটিস বি পরীক্ষার জন্য রক্তের নমুনা দেওয়ার পর ‘অন্তঃসত্ত্বা’র প্রতিবেদন এসেছে এক যুবকের। গত ১ মার্চ কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস বি পরীক্ষার জন্য রক্তের নমুনা দিয়েছিলেন ওই যুবক। কিন্তু গত ৩ মার্চ তাকে যে প্রতিবেদন দেওয়া হয় তাতে বলা হয়েছে, তিনি অন্তঃসত্ত্বা। এতে বিব্রত ও ক্ষুব্ধ হয়েছেন ওই যুবক।
ওই যুবক জানান, লেখাপড়া শেষ করে পরিবারের আর্থিক উন্নতির জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এর অংশ হিসেবে তিনি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস বি পরীক্ষার জন্য ১ মার্চ রক্তের নমুনা দেন। ৩ মার্চ পরীক্ষার ফলাফল দেওয়া হয়। রিপোর্টে বলা হয়, তিনি ‘অন্তঃসত্ত্বা’। এখন পর্যন্ত সেটি সংশোধনের ব্যবস্থাও করা হয়নি।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদ আল হাসান বলেন, ‘হেপাটাইটিস বি পরীক্ষা করতে গিয়ে কোনো ছেলের অন্তঃসত্ত্বার রিপোর্ট আসার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনটি দেখে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
খোঁজ নিয়ে জানা যায়, ওই যুবককে যে প্রতিবেদন দেওয়া হয়েছে তাতে স্বাক্ষর করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ল্যাব) মো. মকবুল হোসেন।
তিনি বলেন, ‘রক্ত পরীক্ষায় কারো অন্তঃসত্ত্বা পরীক্ষা হয় না, এই পরীক্ষার জন্য প্রস্রাব লাগে। আর তিনি তো ছেলে। প্রচণ্ড ভিড়ের মধ্যে হয়তো ভুল করে এমন প্রতিবেদন দেওয়া হয়েছে।’