• ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

সাবেক অর্থমন্ত্রী মুহিত ফের অসুস্থ, হাসপাতালে ভর্তি

admin
প্রকাশিত মার্চ ৬, ২০২২
সাবেক অর্থমন্ত্রী মুহিত ফের অসুস্থ, হাসপাতালে ভর্তি

একুশেনিউজ ডেস্ক::
বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত কয়েকদিন যাবত তিনি ঢাকার বনানীর বাসায় শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন। মুখ দিয়ে কোন খাবার নিতে পারছেন না তিনি। যে কারনে তাঁর শারীরিক অবস্থা অবনতিশীল হওয়ায় আজ শনিবার সকাল সাড়ে ১১টায় এ এম এ মুহিতকে ঢাকা গ্রীন রোডস্থ ‘গ্রীন লাইফ’ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে তিনি করোনাক্রান্ত হলে ২০২১ সালের ২৯ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ভর্তি করা হয়। পরে তিনি সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেন। তখন থেকে শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন তিনি।

শনিবার সন্ধ্যায় আবুল মাল আবদুল মুহিত এর ছোটভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এ এস এ মুয়িজ সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি পরিবারের পক্ষ থেকে এ এম এ মুহিতের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।