একুশেনিউজ ডেস্ক::
চাঁপাইনবাবগঞ্জের নাচোল স্বপ্নপল্লী পার্কে গোপন বৈঠক করার সময় রাজশাহী মহানগর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল রাইয়ানসহ ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে নাচোল থানায় নাশকতার মামলা দায়ের হয়েছে। রবিবার সন্ধ্যায় গোপন বৈঠক করার সময় হাতেনাতে তাদেরকে আটক করা হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, নাচোল উপজেলার স্বপ্নপল্লী পার্কে বেশ কিছু ছাত্রশিবিরের সদস্যরা পিকনিকের আড়ালে গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই পার্কে নাচোল থানা পুলিশ অভিযান চালায়। পরে সেখান থেকে রাজাশাহী মহানগর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল রাইয়ানসহ ২০২ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে যাচাই-বাচাই শেষে ১৪৯ জনকে ছেড়ে দেয়া হয়। বাকি ৫৩ জনকে আসামী করে নাচোল থানায় নাশকতার মামলা দায়ের করা হয়। পরে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পিকনিকের আড়ালে গোপন বৈঠক করে সংগঠনের সদস্যদের সক্রিয় করা এবং দেশের বিভিন্ন স্থানে নাশকতার হামলা চালানো পরিকল্পনা করছিলো। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের জিহাদী বইসহ নাশকতা চালানোর পরিকল্পনার বেশ কিছু আলামত পাওয়া যায়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302