• ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

শাবি কর্মকর্তা সমিতির প্রার্থী ঘোষণা, নির্বাচন ২১ মার্চ

admin
প্রকাশিত মার্চ ১০, ২০২২
শাবি কর্মকর্তা সমিতির প্রার্থী ঘোষণা, নির্বাচন ২১ মার্চ

শাবি প্রতিনিধি::

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তাদের সংগঠন ‘শাবি অফিসার্স এসোসিয়েশন’র নির্বাচনের চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হয়েছে। আগামী ২১ মার্চ (সোমবার) সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত শাবি ক্লাবে এ নির্বাচন সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান নির্বাচন কমিশনার মো. আবু ইউসুফ এ বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এ জেড এম তামরিনুল হাসান ও হিসাবরক্ষণ কর্মকর্তা তাপস তালুকদার।

নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্যানেলে সভাপতি পদে এ এস এম খয়রুল আক্তার চৌধুরী, সহ-সভাপতি পদে সেবিকা সুলতানা, সাধারণ সম্পাদক পদে মো. রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আবুল কালাম চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ মঈনুল হক, কার্যনির্বাহী সদস্য পদে মো. মুজিবুর রহমান, মো. তাজিম উদ্দিন, মো. ফখর উদ্দিন, জয়নাল আহমদ চৌধুরী, মোহাম্মদ আশরাফুল হক, মো. সিরাজুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।

এ ছাড়া ইউনুস-পারভেজ প্যানেলে সভাপতি পদে মো. ইউনুস আলী, সহ-সভাপতি পদে এমরান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মখলিছুর রহমান পারভেজ, সহ-সাধারণ সম্পাদক পদে সাহেদ আহমদ, কোষাধ্যক্ষ পদে আবু সিনা হাসান জামী, কার্যনির্বাহী সদস্য পদে মো. জয়নাল ইসলাম চৌধুরী, সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, মোহাম্মদ মুর্শেদ আহমদ, আহমদ মাহবুব ফেরদৌসী, এ কে এম জাকির হোসেন, মো. মাহফুজুর রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।