একুশেনিউজ ডেস্ক::
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির পীর সাহেব চরমোনাই'র আহবানে দেশব্যাপী দাওয়াতি মাস উপলক্ষে সিলেট মহানগরের ১৪নং ওয়ার্ড শাখার উদ্যোগ শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টায় কালিঘাট পয়েন্টে লিফলেট বিতরণ করা হয়।
ওয়ার্ড সভাপতি মোঃ মহসিন আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আবুল হোসেনের পরিচালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।
বিশেষ অথিতির বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সহ সভাপতি মোঃ জাকির হোসেন আন্দোলন বাংলাদেশ সিলেট কোতোয়ালী থানা শাখার সভাপতি মোঃ মনির হোসাইন, সহ সভাপতি মো জাহাঙ্গীর মিয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ডের সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মোঃ ইয়াসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাপ মিয়া, অর্থ সম্পাদক মোঃ আলামিন, প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন।
সভা শেষে নেতৃবৃন্দ সিলেট নগরীর কেন্দ্রীয় জামে মসজিদ, কালেক্টর জামে মসজিদ, জল্লার পার জামে মসজিদ, আবুতোরাব জামে মসজিদ, শাহচট জামে মসজিদ, ছড়ার পার জামে মসজিদ সহ নগরীর বিভিন্ন জায়গায় জনসাধারণের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দাওয়াত পত্র পৌছে দেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. রিয়াজ বলেন, স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হলো কিন্তু এখও দেশের ৪২% মানুষ দরিদ্র সীমার নীচে বসবাস করছে, ৪৭% উচ্চ শিক্ষিত বেকার, মাত্র ১% হাতে জাতীয় আয়ের সিংহভাগ কুক্ষিগত হয়ে আছে, মানুষ শান্তি চায় মুক্তি চায় কিন্তু ক্ষমতাসীনদের দুঃসাশনে দেশবাসী আজ দিশেহারা। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা উপেক্ষা করে মানব রচিত মতবাদের অনুসরণের কারণেই আমাদের এই পরিনতি। তাই ইসলাম দেশ ও মানবতার মুক্তির জন্য ইমানী দায়িত্ব পালনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পতাকাতলে শ্রেনী ধর্ম বর্ন নির্বিশেষে সকলের প্রতি আহবান জানাই।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302