একুশেনিউজ ডেস্ক::
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, শ্রমিকদের মধ্যে রেশনিং ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বিমানবন্দর থানা শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত ১৩-২৭ মার্চ দাবি পক্ষের ও ২৮ মার্চ বাম জোট এর হরতালের সমর্থনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকাল ৩টায় মদিনা মার্কেটে বিমানবন্দর থানা বাসদ সমন্বয়ক প্রণব জ্যোতি পালের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, শ্রমিক নেতা মনজুর আহমদ, চালক সংগ্রাম পরিষদ এর বেলাল হোসেন, মিন্টু দাস, ইয়াছিন, রোমান আহমদ, বিল্লাল মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। সরকার বাজার ব্যবস্থাকে সিন্ডিকেট-মুনাফাখোর ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে।
বক্তারা গ্রাম-শহরের শ্রমজীবী সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিতপ্রয়োজনীয় পণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ করে রাষ্ট্রীয় বাণিজ্য বৃদ্ধি, বাজার মনিটরিং জোরদার করা, মুনাফাখোর সিন্ডিকেট ভেঙে ফেলা, মজুমদার- আড়তদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, টিসিবি’র পণ্য বিক্রির ট্রাকের সংখ্যা বৃদ্ধি, গ্রাম পর্যন্ত ওএমএস এর বিক্রি সম্প্রসারিত করা, গ্রাম-শহরের শ্রমজীবী জনগণের জন্য আর্মি রেটে প‚র্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।
সমাবেশে বক্তারা, সিলেট নগরীতে ব্যাটারিচালিত যানবাহন আটক বন্ধ,৩হাজার টাকা রেকার বিলের পরিবর্তে ৫শত করার দাবি জানান।
সমাবেশে বক্তারা, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮মার্চ বাম জোট এর আহ্বানে দেশব্যাপী হরতাল সফল করার আহ্বান জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302