• ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চাই: জাসদ

admin
প্রকাশিত মার্চ ২৫, ২০২২
২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চাই: জাসদ

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংগঠিত এদেশের নিরস্ত্র-ঘুমন্ত মানুষের উপর বর্বরোচিত জঘন্য গণহত্যার বিচার ও ২৫ মার্চ গণহত্যা দিবস-এর আন্তর্জাতিক স্বীকৃতি চায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। এছাড়াও গণহত্যায় জড়িত ঘাতক জামাত- শিবিরের বিচার ও এদেশের মাটিতে তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তারা।

শুক্রবার (২৫ মার্চ) সকাল ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন গণকবরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা জাসদ নেতা মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, আব্দুল বাছির বাদল, মুকুল আহমদ, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তোবারক হোসেন, নজমুল ইসলাম, ফারুক আহমদ প্রমুখ।