
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের আয়োজনে কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুনামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
শনিবার (২৬ মার্চ ওসমানী মেডিকেল কলেজ মাঠে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য সচিব অধ্যাপক ডা. এম.এ আজিজ চৌধুরী, অধ্যাপক ডা. ময়নুল হক, অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, অধ্যাপক ডাঃ শামসুল ইসলাম প্রমুখ।