সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল ও ‘বাংলাদেশ সাংবাদিক ট্রাস্ট’ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
সহায়তার চেক প্রদান উপলক্ষে রোববার (২৭ মার্চ) বিকেলে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ পিপিএম, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এমএ হান্নান, সিলেট প্রেসক্লাবের সেক্রেটারী আব্দুর রশিদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেটের ডাক'র নির্বাহী সম্পাদক আব্দুল মালিক প্রমুখ।
এসময় সিলেট জেলা প্রশাসকের কাছ থেকে ১ লক্ষ টাকার চেক গ্রহণ করেন দৈনিক সিলেট এক্সপ্রেস এর সম্পাদক ছুরত আলী।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302