ডেস্ক রিপোর্ট::
সিলেট দলদলি প্রাথমিক বিদ্যালয় নতুন জায়গায় স্থানান্তর উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (৩০ মার্চ) বিকাল ৩টায় দলদলি চা বাগান মান্ডব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পাঠ করেন অতিথিরা। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
দলদলি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট এ.ইচ.এম জাফর চৌধুরী বুলবুলের সভাপতিত্বে ও ঈশিতা দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার মিসেস নুসরাত আজমেরী হক। অনুষ্ঠানের উদ্বোধন করেন লাক্কাতুরা চা বাগানের ব্যবস্থাপক কে.এম এমদাদুল হকসহ অতিথিবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল তালুকদার, শেভরন বাংলাদেশের কর্পোরেট এফেয়ার্সের ডেপুটি ম্যানেজার জেএমএইচজে ফেরদৌস, লাক্কাতুরা চা বাগানের সহকারী ব্যবস্থাপক মিএআরএম জিলকার চৌধুরী, ল²ী কান্ত সিংহ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আমিনুর রহমান, গৌতম দাস, দারিদ্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তোফায়েল আহমদ তালুকদার, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টু দাস, দলদলি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পম্পা চক্রবর্তী, সহকারী শিক্ষিকা উষা দাস, ইউপি সদস্য আবুল কাশেম চৌধুরী, দিপালী গোয়ালা, উপেন্দ্র দাস, গৌতম দাস প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রিপন কুর্মী, মনোরঞ্জন দাস, শক্তি ভট্টাচার্য্য, অপু দাস, শ্যামল মুন্ডা, রাজেশ দাস।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302