সিলেট জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারন সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম।
তিনি আরও অভিনন্দন দিয়েছেন সিলেট জেলার ১৮১৮ জন কাউন্সিলরকে, যারা কাউন্সিলে অংশ নিয়ে ভোট দিয়ে তৃণমূলের নেতৃত্ব নির্বাচন করেছেন এবং দেশের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন যে বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিভাবে তৃণমূলের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করে। এই কাউন্সিল এবং স্বচ্ছ ভোট অনুষ্ঠানের মধ্য দিয়ে দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রটি পরিস্ফুটিত হয়েছে এবং এটি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন দিগন্তের সূচনা করেছে। ধন্যবাদ কাউন্সিলরদের, ধন্যবাদ নবনির্বাচিত নেতৃবৃন্দদের, আর যারা নির্বাচিত হননি তারাও এই দলে বিগত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, দলে তাদের অবদান অনেক। যারা নির্বাচিত হয়েছেন এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন সবাই মিলে সিলেট জেলা বিএনপিকে এগিয়ে নিয়ে যাবেন এটি তাদের কাছে আমাদের প্রত্যাশা।
তিনি বলেন, তারেক রহমান আজকে থেকে ১৬-১৭ বছর আগে তৃনমূল বিএনপি সংগঠিত করার যে প্রচেষ্টা শুরু করেছিলেন তার একটি পর্যায়ের কাংখিত বাস্তবায়ন হল তৃনমূলের মতের ভিত্তিতে এই কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন করার মাধ্যমে। ইনশাল্লাহ এই প্রক্রিয়া এগিয়ে যাবে এবং তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশে গণতন্ত্র পুনঃপ্রতীষ্ঠার মাধ্যমে পরিপূর্ণতা লাভ করবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302