একুশে নিউজ : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় টমটম ইজিবাইক গ্যারেজে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি বসতঘর ও ৫টি টমটম ইজিবাইক পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দাবি, অগ্নিকান্ডের ঘটনায় তাদের অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (৩০ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে আজমিরীগঞ্জ পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রামের আবু সালেকের বাড়িতে ছোট একটি টমটম ইজিবাইকের গ্যারেজ রয়েছে। সেখানে গ্রামের বেশ কয়েকটি টমটম ইজিবাইক চার্জ দেয়া হয়। বুধবার রাতে হঠাৎ করে বৈদ্যুতিক সটসার্কিট থেকে গ্যারেজে আগুন দেখা যায়। পরে তা মূহুর্তেই ছাড়দিকে ছড়িয়ে পড়ে। এতে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুণ নিয়ন্ত্রনে আনে। আগুণে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ মালিকরা হলেন, আবু সালেক মিয়া, রেজাউল মিয়া, আবু কালাম, ফরুক মিয়া।
বানিয়াচং ফায়ার সার্ভিসের টিম লিডার ফয়েজ আহমেদ জানান, আগুণের সংবাদ পাওয়া মাত্রই সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুণ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন তারা। ৪টি ঘর পুড়ে গেলেও প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302