• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৭ হিজরি

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম সেঞ্চুরি জয়ের

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২২
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম সেঞ্চুরি জয়ের

স্পোর্টস ডেস্ক::
ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে বাংলাদেশের সেরা পারফর্মার ২১ বছর বয়সী ওপেনার মাহমুদুল হাসান জয়। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে জয় উপহার দিয়েছেন ধৈর্যশীল এক ইনিংস। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে শতকের নজির গড়লেন তিনি।
২৭০ বলে ১০ চার ও এক ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন জয়। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই শতকের দেখা পেলেন তিনি।

রান আউটে কাটা ইয়াসির
চমৎকার ব্যাট করছিলেন ইয়াসির আলী রাব্বী। দলীয় ১৮৩ রানে ৬ উইকেট হারানোর পর মাহমুদুল হাসান জয়ের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত ২২ রানে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে গেলেন। এতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২১৭/৭।

এখনও ১৫০ রান পিছিয়ে টাইগাররা। ৯১ রানে অপরাজিত জয়।

৪১ রান করে লিটনের বিদায়
দলীয় ১০১ রানে তাসকিন আহমেদের বিদায়ের পর বেশ চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। মনে হচ্ছিল, এই বুঝি গুটিয়ে যাবে ইনিংস। কিন্তু ষষ্ঠ উইকেটে লিটন দাসের সঙ্গে জুটি গড়ে প্রতিরোধ গড়েন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৮২ রানের জুটিতে অবিচ্ছিন্ন থেকে মধ্যাহ্ন বিরতিতে যান তারা।

লাঞ্চ থেকে ফিরেই বিদায় নেন লিটন দাস। ৭৯তম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৪১ রানে লিটন পরিণত হন লিজাড উইলিয়ামসের শিকারে। এতে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৮২ রানের জুটি ভাঙে তার।

দিনের শুরুতে ফিরলেন তাসকিন
‘বাংলাদেশ আমাদের ব্যাটিংয়ে পাঠানোয় খুব অবাক হয়েছি।’- ডারবান টেস্টের প্রথম দিনশেষে কথাগুলো বলেছিলেন প্রোটিয়া ক্রিকেটার রিয়ান রিকেলটন। কেননা ডারবানে শুরুতে ব্যাটিং করার লক্ষ্য থাকে দলগুলোর। কিংসমিডের উইকেটে টসে নেয়া ভুল সিদ্ধান্তের ফল ভোগ করছে টাইগার ব্যাটাররা। দ্বিতীয় দিন থেকেই স্পিনাররা যথেষ্ট টার্ন পাচ্ছেন, কিছু বল নিচুও হচ্ছে। স্বাগতিকদের দুই স্পিনার সাইমন হার্মার ও কেশভ মহারাজের নৈপুণ্যে ১০০ রানের আগেই ৪ উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় দিনের শুরুতেই হারায় ৫ম উইকেট। সাজঘরে ফিরেছেন তাসকিন আহমেদ।

দ্বিতীয় দিনে ৩৫০ রানে থামে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৯৪ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৪৪ এবং তাসকিন আহমেদ শূন্য রাতে দ্বিতীয় দিন শেষ করেন।

তৃতীয় দিনের শুরুতেই লিজাড উইলিয়ামসের বলে সাজঘরে ফেরেন তাসকিন। ১০ বল খেলে ১ রান সংগ্রহ করেন এই পেসার।
৫১.২ ওভার শেষে ৫ উইকেটে ১০১ রান সংগ্রহ বাংলাদেশের।