
একুশেনিউজ ডেস্ক::
পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটসহ মুসলিম বিশ্বের সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল।
শনিবার গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি বলেন, রমজান মাস হলো বরকতের মাস, রহমতের মাস। কেননা মানুষের গুনাহগুলো দুরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। রোজা রাখার উদ্দেশ্যও হচ্ছে পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। সুতরাং রমজান মাসের অবদান বহুমাত্রিক ও সর্বজনীন।
বিবৃতিতে তিনি আরো বলেন, অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের কর্তব্য। আমরা মোনাজাত করব দেশ ও জাতির জন্য, জাতি যেন দুঃশাসনমুক্ত পরিবেশ এবং গণতন্ত্র ও মৌলিক অধিকার ফিরে পায়।