একুশে নিউজ ডেস্ক : পবিত্র মাহে রামাদ্বানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ওসমানী স্মৃতি পরিষদ সিলেট মহানগর এর নেতৃবৃন্দ।
রবিবার (৩রা এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ সিলেটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাঙালিকে পবিত্র মাহে রামাদ্বানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ পবিত্র মাহে রামাদ্বানের শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে বাংলাদেশের আকাশে। আর তাই শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রামাদ্বান। আগামীকাল সোমবার (৩রা এপ্রিল) থেকে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লীরা । প্রতিবছর ঘুরে মাহে রামাদ্বান আমাদের মাঝে সমাগত হয়। রামাদ্বানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলে অবদান রাখবে। পবিত্র রামাদ্বানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় হিংসা বিদ্বেষ ভুলে ও সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করার কাজে এগিয়ে আসবে তা আমাদের প্রত্যাশা। পবিত্র রমজানের উছিলায় মহান আল্লাহতালা যেন সব ধরনের দুর্যোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন,আমীন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302