
স্টাফ রিপোর্টার : সিলেট মদন মোহন কলেজে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। গতকাল ৬ এপ্রিল বুধবার দুপুর ১২টায় ক্যাম্পসের প্রশাসনিক ভবনের সামনে মদন মোহন কলেজ ছাত্রলীগের একদল নেতাকর্মী এই সন্ত্রাসী হামলা চালিয়েছে। হামলায় দৈনিক সিলেট বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম ও তার সহযোগী সিলেট বাণীর ফটোগ্রাফার শিহাব আহমদ চৌধুরী আহত হয়েছেন। তাদের ব্যবহৃত ক্যামেরা এবং মটরবাইকও ভাংচুর করা হয়েছে। সাংবাদিকদের উপর এই হামলার ঘটনায় বিভিন্ন মহলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে দোষিদের অভিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়েছে।
জানা যায়, মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দের ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য ও দলীয় পদ পদবীর বাণিজ্যের দূর্ণীতির বিষয়ে সম্প্রতি সাংবাদিক সাইফুল ইসলাম কয়েকটি সংবাদ প্রকাশ করেন দৈনিক সিলেট বাণী পত্রিকায়। প্রকাশিত সংবাদ গুলোতে মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি একেএম মাহমুদুল হাসান সানি, সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমন ও সংশ্লিষ্ট আরো কয়েকজন নেতার দূর্নীতির চিত্র তুলে ধরা হয়েছে। এতে করে তারা সাংবাদিক সাইফুল ইসলাম এর উপর চরম ক্ষুব্ধ হয়ে তাকে নানা ভাবে হুমকি ধামকি দেন। ঘটনার দিন দুপুরে সাংবাদিক সাইফুল ইসলাম সহযোগী ফটো সাংবাদিক শিহাব আহমদ চৌধুরীকে নিয়ে সংবাদ সংগ্রহের জন্য মদন মোহন কলেজে যান। তারা কলেজ ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে আসা মাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা মদন মোহন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমন ও ছাত্রলীগ নেতা অরুন দেব নাথের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী তাদের উপর আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা দুই সাংবাদিককে ঘিরে ধরে উপর্যুপরি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এক পর্যায় সাংবাদিক সাইফুল ইসলামের পিঠে ধারালো চাকু দিয়ে একাদিক আঘাত করলে তিনি রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে মাটিতে লুঠিয়ে পাড়েন। এসময় হামলাকারীরা সাংবাকিদের সাথে থাকা ক্যামেরা ও মোটরবাইক ভাংচুর করে ঘটনাস্থল ত্যাগ করে। তারা চলে যাওয়ার পর সাধারন শিক্ষার্থীরা ছুটে এসে আহত সাংবাদিকদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় সিলেটের সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের অভিলম্বে গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
এ বিষয়ে মদন মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্ব্বানী অর্জুন বলেন, ঘটনাটি আমরা শুনেছি। সাংবাদিকদের উপর এই ধরনের ঘটনা কখনো কাম্য নয়, আমি এই ঘটনার নিন্দা জানাই। কলেজ ক্যাম্পাসে সংগঠিত এই ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।