• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ড কমিটি ভেঙ্গে কর্মী ও মতবিনিময় সভা শেষ পর্যায়ে

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২২
সিলেট মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ড কমিটি ভেঙ্গে কর্মী ও মতবিনিময় সভা শেষ পর্যায়ে

সিলেট মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডের মধ্যে ৩নং ওয়ার্ড গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে সরকারী হাসপাতাল, মেডিকেল কলেজ, কলেজ, ইউনিভার্সিটি, নামী-দামী ডায়গনিস্ট সেন্টার, চিকিৎসকের চেম্বার সর্বপরি আমাদের মানবিক জীবনে সিলেট সিটি কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ণ ৩নং ওয়ার্ড। ৩নং ওয়ার্ডের এলাকাসমূহ মেডিকেল, কাজলশাহ, পশ্চিম কাজলশাহ, সাগর দিঘীর পার, কেওয়াপাড়া, মুন্সিপাড়া ও পুলিশ লাইন।

উক্ত ওয়ার্ডের পাশাপাশি ওয়ার্ড সমূহ ১১, ১০, ৯ ও ২ নং ওয়ার্ড। ইতপূর্বে আমরা ৩নং ওয়ার্ডে কর্মীসভা সম্পন্ন হয়েছে। এখন এই পবিত্র মাহে রমজান মাসেই উক্ত ওয়ার্ডের ৭টি এলাকার মাঝে যেকোন একটি এলাকায় মতবিনিময় সভা হবে। এতে ৩নং ওয়ার্ডের সকল সাবেক বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাকর্মী উপস্থিত থাকার আহবান করছি।

অনুরোধক্রমে ৬নং ওয়ার্ড কাউন্সিলর, যুগ্ম আহবায়ক সিলেট মহানগর বিএনপি ও ৩,৫,৬ নং ওয়ার্ডের টিম লিডার ফরহাদ চৌধুরী শামীম, সদস্য আহবায়ক কমিটি সিলেট মহানগর বিএনপির হুমায়ুন আহমদ মাশুক. শামীম মজুমদার ও মাহবুব চৌধুরী। ৩নং ওয়ার্ডের সাবেক মহানগর বিএনপির সহ-সভাপতি মো: শামীম আহমদ চৌধুরীর সাথে টিম লিডার ফরহাদ চৌধুরী শামীমের সাথে ফোন আলাপে এ তথ্য নিশ্চিত করেন। পরবর্তীতে সময়, তারিখ ও স্থান জানানো হবে। মোবাইল: ০১৭১০-৯৮৩৪৫৮।