• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

ভাঙ্গার বিতর্কিত ওসি জাহাঙ্গীরকে সিলেটে বদলি

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২২
ভাঙ্গার বিতর্কিত ওসি জাহাঙ্গীরকে সিলেটে বদলি

নিউজ ডেস্ক::
মহাসড়কে চলাচলরত দূরপাল্লার যানবাহন, পরিবহন সমিতি ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগে বিতর্কিত ওসি জাহাঙ্গীর আরিফকে সিলেটে বদলি করা হয়েছে। তিনি ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ছিলেন।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর হাইওয়ে পুলিশ সুপার হামিদুল আলম। তিনি জানান, ভাঙ্গার ওসি এবং মাদারীপুর রিজিওনের আরও তিন ওসিসহ মোট আটজনকে প্রত্যাহার করা হয়েছে।

কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বদলি বা স্ট্যান্ড রিলিজ (আকস্মিক বদলির) অর্ডারে কারণ উল্লেখ থাকে না।

বুধবার বদলির আদেশ আসার পর ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আরিফ সন্ধ্যায় চার্জ বুঝিয়ে দিয়ে থানা থেকে চলে যান। বৃহস্পতিবার ওই থানায় নতুন দায়িত্বপ্রাপ্ত (ওসি) টিআই আছাদুজ্জামান একটি লিখিত বক্তব্যে স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানান।

স্থানীয় শ্রমিক ও বিভিন্ন সমিতির মালিক সূত্রে জানা যায়, অবৈধ নসিমন, করিমন, স্থানীয় ট্রাক ব্যবসায়ী, বিভিন্ন কোম্পানির ছোট-বড় গাড়ির থেকে দৈনিক ও মাসিক ভিত্তিতে চাঁদা আদায় করতেন ওসি জাহাঙ্গীর। মাসে অন্তত ১০ লাখ টাকা তিনি হাতিয়ে নিতেন। এরআগে ওসি জাহাঙ্গীরকে দ্রুত অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছিল। তিনি কারণে-অকারণে মহাসড়কে হয়রানি করতেন।

উল্লেখ্য, ওসি জাহাঙ্গীর আরিফ গত ২৪ অক্টোবর ২০২১ তারিখে ফরিদপুরের ভাঙ্গায় যোগদান করেন। ৬ এপ্রিল তিনি সিলেট রেঞ্জে বদলি হন।