• ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

‌পদপত্যাশীদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য: ছাত্রদল নেতা হাছনাত ও সানি’র বিবৃতি

admin
প্রকাশিত এপ্রিল ১২, ২০২২
‌পদপত্যাশীদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য: ছাত্রদল নেতা হাছনাত ও সানি’র বিবৃতি

একুশেনিউজ ডেস্ক : সম্প্রতি সিলেটের কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সিলেট মহানগর ছাত্রদলের আসন্ন নতুন কমিটিতে পদপত্যাশী হিসেবে বিভিন্ন ছাত্রনেতাদের নাম উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদে অনেক ছাত্রদল নেতাদের ব্যাপারে মনগড়া ও বানোয়াটা মন্তব্য সংযুক্ত করা হয়েছে।

সংবাদে সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো: আবুল হাছনাত ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছায়েদ মোস্তাকিম সানির নাম পদপ্রত্যাশী হিসেবে যুক্ত করায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে এক বিবৃতিতে “সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো: আবুল হাছনাত ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছায়েদ মোস্তাকিম সানি উক্ত সংবাদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সিলেট মহানগর ছাত্রদলের রাজনীতির সাথে দীর্ঘ প্রায় দেড়যুগের বেশি সময় ধরে জড়িত। সিলেট মহানগর ছাত্রদলের আসন্ন নতুন কমিটিতে কোন পদপত্যাশী নই। আমরা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সিলেট মহানগর শাখার কর্মী হিসেবে রাজনীতি করতে ইচ্ছুক”।

উল্লেখ্য, ভবিষ্যতে ছাত্রদলের কমিটি নিয়ে সংবাদ প্রকাশের ব্যাপারে আরও সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।