নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুরমা উপজেলার ১ নং মোল্লারগাও ইউনিয়নের লক্ষীবাসা গ্রামের একটি পুকুর থেকে শান্ত চন্দ নামের এক যুবকের বস্তাবন্দি লাশ পাওয়া যায়। শান্ত কুমার চন্দের পিতা নীলমণি কুমার চন্দের সাথে কথা বললে তিনি জানান, আমার ছেলে দীর্ঘ দিন থেকে একটি মিথ্যা মামলায় পলাতক রয়েছিল।আমার ছেলে পরিবার ছাড়া কোন দিন থাকেনি, আমাদের ছেড়ে থাকতে তার ভীষণ কষ্ট হচ্ছে ফোনে এসব কথা বলত। আমাদের সাথে দেখা করার জন্য ১১/০৪/২০২২ ইং তারিখে গোপনে বাড়িতে আসে।দুইদিন লুকিয়ে বাড়িতে থাকার পর হটাৎ আমার ছেলে নিখোঁজ হয়ে যায়। পুলিশ ধরে নিয়ে যাবে সেই ভয়ে আমরা কাউকে কিছু বলিনি গোপনে তাকে খুজতে থাকি। শুক্রবারে (১৫ই এপ্রিল) সকালে আমাদের পাশের বাড়ির পুকুরে একটি বস্তা ভেসে ওঠে। বস্তা থেকে মানুষের হাত বের হয়ে আসায় এলাকাবাসী তাৎক্ষনিক পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আমার ছেলের বস্তবন্দী লাশ উদ্ধার করে, বলেই শান্ত চন্দের পিতা কান্নায় ভেঙ্গে পরেন।
দক্ষিণ সুরমা থানায় ফোন করলে তারা জানান আমরা খবর পাওয়া মাত্র সেখানে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করি এবং লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। আর কোন তথ্য আমাদের জানা নেই।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302