নিজস্ব প্রতিনিধি: গোলাপগঞ্জ থানার ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের অনুসারীদের সাথে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
গত ১৭ (এপ্রিল) বেলা ১২ঃ৩০ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। খবর নিয়ে জানা যায়, ঐদিন কলেজ ক্যাম্পাসের ভেতরে নতুন ছাত্রদের আগমন উপলক্ষে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে ক্যাম্পাসের ভেতরে মিছিল শুরু করিলে কলেজ কর্তৃপক্ষ তাদেরকে বাধা দেয়। এ সময় তারা বাধা উপেক্ষা করে মিছিল চালিয়ে গেলে কলেজ কর্তৃপক্ষ গোলাপগঞ্জ থানাকে অবহিত করেন। পরবর্তী গোলাপগঞ্জ থানার পুলিশের একটি টিম কলেজে পৌঁছে তাদেরকে শান্ত হওয়ার জন্য বলিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করিতে তাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ একাধিক টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়লে ছাত্রদলের অনুসারীরা বিভিন্ন দিকে পালিয়ে যায়। ঘটনার সময় কলেজ ছাত্রদলের সভাপতি সজিবুর রহমান রুবেলকে পুলিশ গ্রেপ্তার করিতে সক্ষম হয়।
ঘটনার বিষয়ে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, কলেজ ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিনষ্ট করার জন্য তারা একত্রিত হয়ে মিছিল শুরু করিলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে তাদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে এবং একজন কনস্টেবল আহত হন বলে তিনি জানেন। গ্রেফতার ও মামলার বিষয় জানতে চাইলে তিনি আরো জানান, ঘটনাস্থল হইতে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং এসআই পরিমল দেব বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- ১। সজিবুর রহমান রুবেল, ২। বদরুল ইসলাম, ৩। শাহনাজ পারভীন, ৪। তাজ উদ্দিন আহমদ, ৫। জাহেদ আহমদ, ৬। আব্দুল মুহিত, ৭। তামান্না আক্তার ছামিয়া, ৮। জাহাঙ্গীর হোসেন চৌধুরী, ৯। রাজিব আহমদ, ১০। কাইয়ুম আহমদ, ১১। ইকরাম হোসেন, ১২। মারজানা বেগম, ১৩। তোফায়েল সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন। পরিস্থিতি শান্ত রাখিতে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে তিনি আমাদের প্রতিনিধিকে নিশ্চিত করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302