
একুশেনিউজ ডেস্ক::
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কামরান আহমদের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলী আহমদ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য; কামরান আহমদের পিতা বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের সময় ইন্তেকাল করেন। পরদিন বৃহস্পতিবার বাদ যোহর গোলাপগঞ্জের লক্ষীপাশা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।