• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

admin
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২২
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক::
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছেন। শনিবার (২৩ এপ্রিল) বেলা ২ টার দিকে উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের আলু বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার জাফলং লাখের পাড় এলাকার সোহেল মিয়া (১৫) ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রুকন মিয়ার ছেলে রুহেল মিয়া (১৫)। তারা দুজন ভাঙাড়ি শ্রমিক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জৈন্তাপুর সদর থেকে ভাঙাড়ি জিনিসপত্র নিয়ে একটি মিনি (ডিআই) ট্রাক (ঢাকা মেট্রো- ন- ১৭-২৯৪২) ভাড়া করে জাফলংগের উদ্দেশ্যে রওয়ানা দেন সোহলে ও রুহেল। বেলা ২টার দিকে জৈন্তাপুর আলু বাগান এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাক তাদের ডিআই ট্রাককে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তারা দুজনের মৃত্যু হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।