• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

ধোপাগুলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

admin
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২২
ধোপাগুলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক::
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

সোমবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মুস্তাক আহমদ। তিনি গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বহর গ্রামের বাসিন্দা।

জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তীব্র গতিতে আসা ট্রাক (ঢাকা মেট্রো- ট- ২২-৮৬৬৫) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অপর দিক থেকে আসা সিএনজি (সিলেট থঃ ১১-৬৬৩২) এর। ঘটনাস্থলেই মুস্তাক আহমদ মারা যান। অটোরিকশা (সিএনজি) চালক জাহাঙ্গীর গুরুতর আহত হয়েছেন। আহত বাকিদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।