নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ সদর উপজেলার গংঙ্গনগর গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ কুমার দেব এর স্ত্রী আদ্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিবেদিতা ধর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ঈমান আলী গং দ্বারা শ্লীলতাহানির শিকার হন। অনুসন্ধানে জানা যায় ঈমান আলী বেশ কিছু দিন যাবৎ নিবেদিতা ধরকে বিরক্ত করে আসছে। স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই নিবেদিতা ধরকে নিয়ে বাজে মন্তব্য করত। এবং ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলতো। গতকাল শারীরিক অসুস্থতার জন্য প্রধান শিক্ষকের নিকট থেকে ছুটি নিয়ে নিবেদিতা ধর বাড়িতে যাওয়ার জন্য রওয়ানা হন। স্কুল থেকে কিছুদূর যাওয়ার পর ঈমান আলী সহ আরও ৭/৮ জন লোক স্কুল শিক্ষিকা নিবেদিতা ধরের পথরোধ করে নানা ধরনের কুপ্রস্তাব দেয় এবং ইসলাম ধর্ম গ্রহনের কথা বলে। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা নিবেদিতা ধরের শাড়ি ধরে টানা হেঁচড়া শুরু করে। তখন নিবেদিতা ধরের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা সেখান থেকে পালিয়ে যায়।
এই প্রতিবেদন লেখার সময় জানা যায় স্কুল শিক্ষিকা নিবেদিতা ধর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উনার পরিবার প্রস্তুতি নিচ্ছেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302