• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাবেক অর্থমন্ত্রী মুহিতের জানাজা: প্রস্তুত হচ্ছে আলিয়ার মাঠ

admin
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২২
সাবেক অর্থমন্ত্রী মুহিতের জানাজা: প্রস্তুত হচ্ছে আলিয়ার মাঠ

নিজস্ব প্রতিবেদক::
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে সাবেক অর্থমন্ত্রী, খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক আবুল মাল আবদুল মুহিতের জানাযা।

রোববার দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হবে। পরে দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাজা সুষ্ঠভাবে সম্পন্ন করতে আলিয়া মাদ্রাসা মাঠ প্রস্তুত করা হচ্ছে।

আজ শনিবার (৩০ এপ্রিল) দুপুরে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, ইতোমধ্যে আলিয়া মাঠ প্রস্তুতি কাজ শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের শ্রমিকরা মাঠ পরিস্কার করছেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো.জাকির হোসেন বলেন, আজ সন্ধ্যায় সড়ক পথে সিলেটের হাফিজ কমপ্লেক্স তাঁর মরদেহ আনা হবে।

উল্লেখ্য- শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান সা‌বেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মৃত্যুকা‌লে তার বয়স হয়েছিল ৮৮ বছর।