নিজস্ব প্রতিবেদক : পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক সফল অর্থমন্ত্রী, খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক সিলেটের কৃতি সন্তান আবুল মাল আবদুল মুহিত।
রোববার (১লা মে) সিলেট নগরীর রায়নগরের ডেপুটি বাড়ি বা সাহেব বাড়ি হিসেবে পরিচিত পৈত্রিক বাড়ি সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযায় ইমামতি করেন মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি হুজুর। জানাযার পর মরহুমের রুহের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এরআগে লোকারণ্য হয়ে ওঠে নগরের আলীয়া মাদরাসা মাঠ। প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, সমাজসেবী, শিক্ষানুরাগী, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনসহ আপামর জনতা জানাযায় অংশ নেন।
জানাযা পূর্ব স্মৃতিচারণমূলক বক্তৃতায় জনাব এমএ মুহিতের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।
বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিবার ও সিলেটবাসীর পক্ষে বক্তব্য রাখেন মরহুমের অনুজ পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন, সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপাধ্যক্ষ অাব্দুস শহীদ এমপি, সিলেট সিটি করপোরেশনের মেয়র অারিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ও
মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলার সভাপতি রফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, সদর উপজেরা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।
জানাযা শেষে মরদেহ নগরের রায়নগর ডিপুটি বাড়ি পারিবারিক কবরস্থানে নেওয়া হচ্ছে। সেখানে তাঁর বাবা মরহুম অ্যাডভোকেট আবু আহমদ আব্দুল হাফিজ এবং মা সৈয়দ শাহার বানু চৌধুরীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
রোববার দুপুর ১২টা ২ মিনিটে প্রয়াত মুহিতের মরদেহ আনজুমানে মফিদুল ইসলামের ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে শহীদ মিনারে আনার পর সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধার মাধ্যমে তাকে বিদায় জানান।
প্রথমেই সিলেট মহানগর পুলিশের একটি চৌকস দল ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অাবুল মাল অাব্দুল মুহিতের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এরপর প্রয়াতের প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
উল্লেখ্য: আবুল মাল আবদুল মুহিত ২৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন থেকে ক্যান্সার ও ডায়বেটিস রোগে আক্রান্ত ছিলেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302