• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

আসছে ঈদে, একলা এ রাতে নির্মান করেছেন, এম এস সুমন

admin
প্রকাশিত মে ২, ২০২২
আসছে ঈদে, একলা এ রাতে নির্মান করেছেন, এম এস সুমন

বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের তরুন কন্ঠশিল্পী দিপ্ত তার কথা ও সুরে আসছে ঈদে একবারেই নিখাঁদ ভালোবাসার ‘একলা এ রাতে ‘ শিরোনামে এই গানটি নিয়ে আসছে।গানটি চাঁদরাত থেকে বেশ কিছু স্যাটেলাইট চ্যানেল সহ দিপ্ত মিউজিক চ্যানেল এ দেখতে পাবে দর্শকরা। গানটির মিউজিক ভিডিও নির্মান করেছেন এম এস সুমন নির্মাতা এই গানটি সম্পর্কে বলেন এটি সম্পূর্ন রুমানটিক একটি গান। গানটি চিত্রায়নে দর্শকদের বিনোদনের কথা চিন্তা করে গানের প্রেক্ষাপট বিবেচনায় একটি পরিপূর্ন ভালোবাসার চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। তিনি আশাবাদি এই গানটির কথা ও চিত্রায়নে দর্শক ভালো কিছু দেখতে পাবে, এছাড়া এ গানটি সঙ্গীত আয়োজন করেছেন এ প্রজন্মের প্রতিভাবান সঙ্গীত পরিচালক সুদীপ চক্রবর্তী। গানটির নির্মাণের সার্বিক ব্যবস্তাপনার দায়িত্ব পালন করেছেন সত্যজিত মোদক সুমন।এবং শিল্প নির্দেশনায় এস এম আকবর।