একুশে নিউজ : ঈদ অর্থ আনন্দ। ঈদ অর্থ খুশি। আর ঈদ উল ফিতর দিনে এই আনন্দ আর খুশির মাত্রা বেড়ে যায় বহুগুণ। দীর্ঘ এক মাসের সংযম, ত্যাগ আর সিয়াম সাধনার পর মুসলমানেরা এই দিনটিকে খুব আনন্দের সাথে পালন করে থাকে। এজন্য আমার কাছে ঈদ অর্থ আনন্দের অনুভূতির নিশান। শহর গ্রাম সবখানে এই ঈদের আমেজ বয়ে চলে আনন্দের সাথে। ঈদের পনেরো দিনের পূর্ব থেকে কেনাকাটার মাধ্যমে ঈদের আমেজ শুরু হয়।
রোঝার দিনে ইফতার শেষে তারাবারি নামাজ আদায় করে কেনাকাটা করতে বিভিন্ন শপে যায় এবং পছন্দ মতো পোশাক কেনাকাটা করে। সবার কেনাকাটা শেষ হলে এরপর ব্যাগ গুছিয়ে যাওয়া হয় বাড়ি। ঈদে সবার মুখে আনন্দের হাসি বয়ে যায়। সকল দুঃখ-কষ্ট ভুলে অন্তত ঈদের দিনে যে যার সাধ্য মতো খুশিতে মেতে উঠে। সবচেয়ে বেশী খুশি ছড়িয়ে পড়ে শিশুর মাঝে। এ যেন বাঁধ ভাঙা হাসির মেলা। শিশু এবং কিশোর কিশোরীরা ঈদের নতুন জামা-কাপড় পড়ে সকাল থেকে শুরু করে সারা দিন ঘুরে বেড়ায়। তাদের এই আনন্দ দেখে বড়দের মনও আনন্দে ভরে যায়।
ঈদের নামাজ শেষে সবাই যখন খুশি মনে একে অন্যকে জড়িয়ে ধরে কোলাকুলি করে তখন ভীষন ভালো লাগে। ঈদের দিন ঘুরাঘুরি ও আত্মীয়-স্বজন আর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দিনটিকে আনন্দে আনন্দময় হয়ে ওঠে। তারপর সারাদিন ঘুরে আনন্দ অনুভব করে ঘরে ফিরে। এরপর বাড়ির সবার সাথে আড্ডা জমে গভীর রাত পর্যন্ত।
ঈদের দিনে সকালে প্রথম আনুষ্ঠানিকতা শুরু হয় নতুন জামা কাপড় পরিধান করে ঈদের নামাজ আদায় করার মধ্য দিয়ে। ঈদের মাঠে নামাজে সবাই একসাথে মিলিত হয়। তখন সবার সাথে দেখা হয়। ঈদের দিনে সেমাই সবচেয়ে বেশি প্রচলিত খাবার এবং বিশেষ আরো অনেক ধরনের খাবার ধনী-গরিব সকলের ঘরে তৈরি করা হয়।
বাংলাদেশে ঈদ উপলক্ষে সারা রমজান মাস ধরে সন্ধ্যাবেলা থেকে মধ্যরাত অবধি কেনাকাটা চলে। অধিকাংশ পরিবারে ঈদের সময়েই নতুন পোশাক কেনা হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো ঈদ উপলক্ষে বিশেষ ঈদ সংখ্যা প্রকাশ করে। ঈদ উপলক্ষে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করে।
ঈদের নামাজের পর পরিবারের সকলে একত্রিত বসে গল্প করে। এরপর দিনে বিশ্রাম শেষে তরুণরা বাইক নিয়ে বিকেল বেলা ঘুরাঘুরি করে।এরপর বিকেল সন্ধ্যা প্রতিবেশী পরিচিতজনের সঙ্গে আনন্দে সময় অতিবাহিত করে।
ছোটদের মাঝে ঈদ আনন্দ সবচেয়ে বেশি। তাদের মাঝে চিরাচরিত ঈদ আনন্দ করে ছড়িয়ে পড়ে সবখানে। ছেলেরা নতুন পাঞ্জাবি-পাজামা আর কিশোরী মেয়েরা নতুন জামা কাপড় পরিধান করে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। নতুন পোশাক আর সালামির চকচকে নতুন টাকা জমানোর আনন্দের সুন্দর মূহুর্তগুলো ভীষন আনন্দ দেয়।
ছেলেদের ঈদের নামাজে কাটে বিশেষ আনন্দময় সময়। বাবা-ছেলের হাতে হাত রেখে ঈদগাহের দিকে হেঁটে যাবার সুন্দর মূহুর্তগুলো অসাধারণ ভালোলাগার। নামাজ শেষে কোলাকুলি, হ্যান্ডশেক সামাজিক সম্প্রিতি বাড়িয়ে দেয়। একমাত্র মুসলিমদের ঈদ সবাইকে এক সাথে নিয়ে আনন্দ ভাগাভাগি করে দেয়। সুখ-দুঃখের এই ভাগাভাগির শিক্ষা আত্মোপলব্ধি এবং পরোপকারের অনুশীলনে সম্ভব হত। চিরাচরিত এই ঈদ বারবার ফিরে আসুক ঈদের চিরচেনা আনন্দের রূপ নিয়ে। সৌহার্দ্য, সম্প্রীতি আর ভালোবাসা দিয়ে জড়িয়ে থাকুক সারাবছর, সকলের জীবন। আর মনে সুর বাজুক 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ'।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302