• ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য শাহ আলম শাওনের ঈদ শুভেচ্ছা

admin
প্রকাশিত মে ২, ২০২২
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য শাহ আলম শাওনের ঈদ শুভেচ্ছা

একুশেনিউজ ডেস্ক::

সিলেটের সর্বস্তরের জনগণসহ সবাইকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য শাহ আলম শাওন।

সোমবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানি, কূপমন্ডকতার কোনো স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।’

তিনি বলেন, ‘ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর। দিনটি বড়ই আনন্দের ও খুশির।’ ঈদ সবার মধ্যে গড়ে তুলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসাবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক। শান্তি আর সৌহার্দ্যে ভরে উঠুক বিশ্ব। ঈদ বয়ে আনুক সবার মনে অনাবিল আনন্দ ও সুখ-শান্তি।