• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট মহানগর বিএনপির ১৭টি ওয়ার্ড কমিটির অনুমোদনে শুভেচ্ছা

admin
প্রকাশিত মে ২, ২০২২
সিলেট মহানগর বিএনপির ১৭টি ওয়ার্ড কমিটির অনুমোদনে শুভেচ্ছা

একুশে নিউজ ডেস্ক : সিলেট মহানগর বিএনপির ২৬ এপ্রিল ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৭টি ওয়ার্ড কমিটির অনুমোদন পেয়েছে। পরবর্তী ১০টি ওয়ার্ডের ঘোষনা দেওয়া হবে।

সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ ২৭টি ওয়ার্ডকে ৯টি টিমে ভিভক্তের মাধ্যমে ওয়ার্ড আহবায়ক কমিটি গঠন করে আসছেন। ৩নং ওয়ার্ডের সাবেক নেতাকর্মীর পক্ষ থেকে সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী ১৭টি ওয়ার্ড আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করায় শুভেচ্ছা জ্ঞাপন করেন সাবেক ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. শামীম আহমদ চোধুরী। সিলেট মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব হতে অনুমোদনপ্রাপ্ত কমিটির ওয়ার্ডগুলো হলো- ১, ২, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৮, ২০, ২১, ২২, ২৩, ২৪ ২৫, ২৬, ২৭।

মো. শামীম আহমদ চৌধুরী বলেন, আমাদের ৩নং ওয়ার্ডের টিম লিডার হচ্ছেন- ৬নং ওয়ার্ড কাউন্সিলর, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও ৩,৫,৬ নং ওয়ার্ডের টিম লিডার ফরহাদ চৌধুরী শামীম, সদস্যরা হলেন- সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন আহমদ মাশুক, শামীম মজুমদার ও মাহবুব চৌধুরী। সম্ববত ৩নং ওয়ার্ডের টিম লিডার ঈদের পরে ৩নং ওয়ার্ডে মতবিনিময় সভা করবেন। আমি ৩,৫ ও ৬ নং ওয়ার্ডের টিম লিডার ও সদস্যবৃন্দকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। বিজ্ঞপ্তি