• ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি

সিলেট মহানগর বিএনপি ৩নং ওয়ার্ডের মো. শামীম চৌধুরীর ঈদ শুভেচ্ছা

admin
প্রকাশিত মে ২, ২০২২
সিলেট মহানগর বিএনপি ৩নং ওয়ার্ডের মো. শামীম চৌধুরীর ঈদ শুভেচ্ছা

একুশে নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকী ও সদস্যসচিব মিফতাহ সিদ্দিকীর পক্ষ থেকে সিলেট সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শামীম আহমদ চৌধুরী।

রবিবার (২লা মে) এক বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শামীম আহমদ চৌধুরী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

তিনি আরো বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরোও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নেই। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।