• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হকার্স মার্কেটে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহায়তা করবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

admin
প্রকাশিত মে ২, ২০২২
হকার্স মার্কেটে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহায়তা করবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক::
হকার্স মার্কেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সরকার সহায়তা করবে। ব্যবসায়ীদের ক্ষতি লাগবে সরকার সব সময় তাদের পাশে রয়েছে।

সোমবার (২ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন।

দুপুর ১টার দিকে হকার্স মার্কেটে পুড়ে যাওয়া দোকান পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, হকার্স মার্কেটের রাস্তা খুবই সরু। এক সাথে ৩ জন ঢুকতে পারে না। এভাবে দোকানপাঠ বানালে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। তাই আমি সিসিক মেয়রকে বলেছি আগামীতে দোকানপাঠ নির্মাণে অ্যাম্বুল্যান্স, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকার মতো রাস্তা রেখে দোকান নির্মাণ করা।

তিনি বলেন, হকার্স মার্কেটের রাস্তা সরু হওয়ায় আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের সময় লেগেছে। ৩ জন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন।

মন্ত্রী বলেন, ‘সকালে আমি দুর্যোগ মন্ত্রী ড. এনামুল হক সাহেবের সাথে কথা বলেছি, উনি বলেছেন প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহায়তা করা হবে। সিলেট জেলা প্রশাসক তা করবেন। পরবর্তীতে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠালে সরকারের পক্ষ থেকে সহায়তা আসবে।’