• ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বগি লাইনচ্যুত: সিলেট-কুমিল্লা রুটে ট্রেন চলাচল বন্ধ

admin
প্রকাশিত মে ৯, ২০২২
বগি লাইনচ্যুত: সিলেট-কুমিল্লা রুটে ট্রেন চলাচল বন্ধ

একুশেনিউজ ডেস্ক::
কুমিল্লায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট ও ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (৯ মে) গভীর রাত ৩টা ৪০ মিনিটে বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার। তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেন রাজাপুর স্টেশন এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়।

যার ফলে এসব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, রেলওয়ের একাধিক টিম লাইন মেরামতের কাজ করছে। যেহেতু লাইন বাঁকা হয়ে গেছে, স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে তা বলা যাচ্ছে না।

লাকসাম রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী লেয়াকত আলী মজুমদার জানান, লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। ইতোমধ্যে একটি উদ্ধারকারী ট্রেন কাজ শুরু করেছে।

আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার। উদ্ধার কাজে আরও ২ ঘণ্টার মতো সময় লাগতে পারে।