একুশেনিউজ ডেস্ক::
সিলেটের বিশ্বনাথে ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে দু’পক্ষে চরম উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে ষাঁড়ের লড়াই দুটি কমিটির লোকজন কঠোর অবস্থানে রয়েছেন। এক কমিটির লোকজন যেকোনো মূল্যে লড়াই দিতে রয়েছে প্রস্তুত আর প্রতিহত করতে অপর কমিটির লোকজন রয়েছেন কঠোর অবস্থানে।
জানা যায়, আজ (১০ মে) মঙ্গলবার পৌর সভার হরিকলস গ্রামের পূর্বের মাঠে ওই ষাঁড়ের লড়াইর আয়োজন করেছেন এই কমিটির সভাপতি মোশাহিদ আলী ও সাধারণ সম্পাদক মাসুক মিয়া। আর এই লড়াইকে প্রতিহত করতে প্রশাসনের কাছে গিয়ে ব্যার্থ হন প্রতিপক্ষ কমিটির সভাপতি আব্দুল জব্বার কালা মিয়া।
কালা মিয়া অভিযোগ করে বলেন, গত (৭ মে) শনিবার তাদের কমিটির পক্ষ থেকে দৌলতপুর ইউনিয়নের ধনপুর গ্রামের পশ্চিমের মাঠে ষাঁড়ের লড়াইর আয়োজন করলে অদৃশ্য কারণে এই লড়াইটি পুলিশ প্রশাসন বন্ধ করে দেয়। কিন্তু মোশাহিদ আলীর কমিটির পক্ষ থেকে আজকের লড়াইয়ের আয়োজন করার কথা শুনে আমরা দু’দিন আগ থেকেই পুলিশ প্রশাসনের কাছে গিয়ে মৌখিক অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তাই তাদের মানসম্মানের বিষয় হয়ে দায়িছে। ফলে তারা যেকোনো মূল্যে এই লড়াই বন্ধ করার ষোষণা দিয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে লড়াইয়ের আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মাসুক মিয়া বলেন, এ বিষয়টি সমাধান হয়েছে তিনি কল কেটে দেন।
বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন,আমরা এগুলো বন্ধ করে দিবো। আমি এখন ব্যস্ত আছি বলে কল কেটে দেন।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো.লুৎফর রহমান বলেন, বিষয়টির ব্যাপারে অবগত আছি। কি করা যায় দেখতেছি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302