• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কানাইঘাটে খালের বাধ কাটা নিয়ে দু’পক্ষে সংঘর্ষ, আহত ৩

admin
প্রকাশিত মে ১৪, ২০২২

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল এলাকায় একটি খালের বাধ কাটাকে কেন্দ্র করে রাজনৈতিক দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খালের বাধ কর্তনকারী পক্ষের ক্ষমতাশীন আওয়ামী লীগের লোকজন বাধা প্রদান কারী বিরোধী রাজনৈতিক দল এলডিপি লোকজনকে হাত, পা বেধে বেধড়ক মারধর করে। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে ৩ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। ১৩ মে শুক্রবার বেলা ১.৩০ ঘটিকায় এই ঘটনাটি ঘটে।

জানা যায়, চলমান ভয়াবহ বন্যায় বৃহত্তর সিলেটের অন্যান্য অঞ্চলের ন্যায় কানাইঘাট উপজেলার বেশির ভাগ এলাকাও বন্যা প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষের ঘরবাড়ি, ফসলী জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। রাস্তাঘাট, হাটবাজার বন্যা কবলিত হওয়ায় জনদূর্ভোগ চরম রূপ ধারন করেছে। এমতাবস্থায় ঘটনার দিন বেলা ১টার দিকে স্থানীয় বীরদল এলাকার একটি খালের বাধ কেটে দেয় স্থানীয় আওয়ামী লীগ নেতা আলমগীর ও তার অনুসারী দলীয় নেতাকর্মীরা। খবর পেয়ে বিরোধী রাজনৈতিক দল এলডিপি কানাইঘাট ৬নং সদর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ ফাহাদের নেতৃত্বে এলডিপি নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে খালের বাধ কাটায় বাধা দেন। তাদের দাবী খালের বাধ কেটে দেওয়ায় বসতি এলাকায় বন্যার পানি ঢুকে আরো ঘরবাড়ি প্লাবিত করে ফেলবে। এতে এলাকাবাসীর বন্যা দূর্ভোগ আরো বৃদ্ধি পাবে। এনিয়ে বাকবিতন্ডার এক পর্যায় বেলা প্রায় ১.৩০ ঘটিকার দিকে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। সংঘর্ষে অস্ত্রসস্ত্র ও জনবলে বলীয়ান বাধ কর্তনকারী পক্ষ প্রতিপক্ষকে ধরে হাত, পা বেধে বেধড়ক মারধর করে। খবর পেয়ে কানাইঘাট থানার একদল পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে এলডিপি নেতা স্থানীয় কচুপাড়া গ্রামের মুহিবুর রহমানের পুত্র মোহাম্মদ ফাহাদ সহ ৩ জন আহত হন। আহত অপর দুজন হলেন কচুপাড়া গ্রামের জমির আলীর পুত্র নাজিম উদ্দিন ও বীরদল গ্রামের ময়েজ আহমদের পুত্র সিয়াম আহমদ। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে। গুরুতর আহত মোহাম্মদ ফাহাদ কে সিলেটস্থ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।